গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা বদলি
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : নববর্ষের প্রাক্কালে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরাকে বদলি করা হয়েছে। পার্থসারথি মহন্তকে গুয়াহাটির নতুন পুলিশ কমিশনার করা হয়েছে। পার্থসারথি মহন্ত এসটিএফ-এর আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করবেন। আইপিএস অফিসারকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
একইভাবে, অখিলেশ কুমার সিংহকেও বদলি করা হয়েছে। অখিলেশ কুমার সিংহকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। লচিত বরুয়াকে বদলি করা হয়েছে। এসবি আইজিপি লচিত বরুয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লচিত বরুয়া এপিএইচসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর হবেন।
আইজিপি (এমজি) বিবেক সিংকে বদলি করা হয়েছে। বিবেকরাজ সিংকে আইজিপি (টিঅ্যান্ডপি) হিসাবে বদলি করা হয়েছে। আইজিপি বিটিআর-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিবেকরাজ সিংহকে। বদলি করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমারকে। আইজিপি (প্রশাসন) পদে বদলি হলেন প্রশান্ত কুমার।
