বিধায়কের বিরুদ্ধে মন্তব্য, পদ খোয়ালেন সুজিত

বরাক তরঙ্গ, ৭ জুলাই : বিধায়কের বিরুদ্ধে কথা বলে দলের গুরুত্বপূর্ণ পদ খোয়ালেন বিজেপি নেতা সুজিত দাস চৌধুরী। দল তাকে মণ্ডল কমিটির সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়। গত ২ জুলাই সোনাই রোডে এক বিবাহ ভবনে বিজেপির নিউ শিলচর মণ্ডল কমিটির এক জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।  আসলে গত ২৯ জুন পঞ্চায়েত রোডের ঘটনার পরিপ্রেক্ষিতে সুজিতবাবু বরাক উপত্যকা কৈর্বত্য সমাজ উন্নয়ন পরিষদের ব্যানারে একটি সাংবাদিকের প্রশ্নের জবাবে শিলচরের বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই তাঁকে সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর।

সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কাছে যাব : সুজিত______

বিধায়কের বিরুদ্ধে মন্তব্য, পদ খোয়ালেন সুজিত

এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সুজিতবাবু বলেন,‘আজকের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আজই আমি মণ্ডল কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি। আসলে সেদিন পঞ্চায়েত রোডে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং আমাদের সমাজের মা-বোনদের আর্তনাদ শুনে ও তাদের ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হবে বলে যেসব হুমকি দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিত থেকেই আমি প্রতিক্রিয়া ব্যক্ত করি। ওইদিন রাতে ওই এলাকার মহিলারা বেশ আতঙ্কে ছিলেন। সব পরিবার পুরো রাত অনিদ্রায় কাটিয়েছে। যা ছিল তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ।

সেদিন আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। এবং সেদিন যে পরিস্থিতি ছিল তাতে কৈর্বত সমাজের ক্ষোভ বেশ তুঙ্গে ছিল। সেই ক্ষোভকে সামাল দেওয়াটাও আমার দায়িত্ব ছিল। আমি মণ্ডল কমিটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও প্রদেশ কমিটির কাছে যাব।’
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News