জাতীয় কৃষক দিবসে ৩ কৃষককে সংবর্ধনা এসইউ লস্কর এডুকেশন ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : জাতীয় কৃষক দিবস তিন কৃষককে সংবর্ধনা দিল সোনাই অঞ্চলের অগ্রণী সামাজিক সংস্থা হাজি এসইউ লস্কর এডুকেশন ফাউন্ডেশন। শনিবার জেলা কৃষি বিভাগের সহযোগিতায় শিলচরের এক অভিজাত হোটেলে শনিবার কাছাড় জেলার ৩ প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জানায় ফাউন্ডেশন। সংবর্ধিত কৃষকরা হলেন তমিজুর রহমান লস্কর, নাজিরা বেগম বড়ভূইয়া ও উদ্যোমী পোল্ট্রি ফার্মার প্রসেনজিৎ দাস।

অনুষ্ঠানে কৃষি এবং কৃষকের অবদান তুলে ধরেন বিভিন্ন বক্তা। কৃষকদের উৎসাহ বর্ধনে এধরণের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন জেলা কৃষি আধিকারিক এআর আহমদ। কৃষিকাজ বাঁচিয়ে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রদানের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে কৃষকদের সম্মান প্রদানে কোনও খামতি রাখা হচ্ছে না। কাছাড়ে গত নভেম্বরে যে তালিকা তৈরি হয়েছে, সে অনুযায়ী ৪৬ হাজার কৃষককে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে।

জাতীয় কৃষক দিবসে ৩ কৃষককে সংবর্ধনা এসইউ লস্কর এডুকেশন ফাউন্ডেশনের

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে কৃষি এবং কৃষকদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মক্কবির আলি বড়ভূইয়া। শুরুতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মিলন উদ্দিন লস্কর।

এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি বদর উদ্দিন মজুমদার, কার্যকরী সভাপতি ফকরুল ইসলাম মজুমদার প্রধান অতিথি শিক্ষাবিদ মকব্বীর আলি বড়ভূইয়া, অবসরপ্রাপ্ত বিডিও শিহাবুদ্দিন আহমেদ, সাধন পুরকায়স্থ প্রমুখ। এছাড়া  বিশিষ্টজনের মধ্যে  উপস্থিত ছিলেন লোকগবেষক মহবুল বারী, আলহাজ আব্দুল হক লস্কর, চেরাগ আলম লস্কর, শিরুমনি লস্কর, মজনুল হক মজুমদার, কবি আদিমা মজুমদার, লুৎফা আরা চৌধুরী, সারুখ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিত শিল্পী রাজিয়া সুলাতানা সিন্থিয়া।

Author

Spread the News