শরতের ঝড়ে পাথারকান্দিতে ক্ষতিগ্রস্থ পুজো মণ্ডপ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শরতের ঝড়ে পাথারকান্দিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হল পুজো মণ্ডপ। নেই বিদ্যুৎ অন্ধকারে আছন্ন এলাকা।কয়েক দিনের টানা দাবদা‌হের পর অব‌শে‌ষে শ‌নিবার দুপু‌রে নে‌মে এলো একচিল‌তে ঝড় বৃ‌ষ্টি। এ‌তে তীব্র গরমের হাত থেকে স্বস্তির নিঃশ্বাস মিলল। কাঠফাঁটা রদ্দু‌রে বিগত কয়েক দিনে মানুষের নাজেহাল অবস্থা। বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষের অবস্থা অ‌নেকটা চাতক পাখির মত হ‌য়ে উ‌ঠে‌ছিল। এরই ম‌ধ্যে শনিবার সকাল থেকেই বরুন দেবতার কৃপায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। অবশেষে দুপুর দেড়টা নাগাদ হঠাৎ করে শরতের অকাল ঝড়ে মুহূর্তে সবকিছু তছনছ করে দেয়। শনিবার বৃহত্তর সমষ্টির বিস্তৃর্ন এলাকা জুড়ে চলে এই তাণ্ডব। এ‌তে গ্রাম-শহরের বিভিন্ন সড়কের পাশে বড় বড় গাছ ভেঙে পড়ে। ফ‌লে স্থা‌নে স্থা‌নে বিদ‌্যু‌তের খুঁটি ভেঙে বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবার। ব্যস্ততম পাথারকা‌ন্দি শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্তের বড় বড় হোডিং, গেট সবকিছু ভেঙে চুরমার ক‌রে দেয় শর‌তের তুফান। অনেকের ঘরের চাল উড়িয়ে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গে‌ছে।

শরতের ঝড়ে পাথারকান্দিতে ক্ষতিগ্রস্থ পুজো মণ্ডপ

গ্রাম-শহরের বেশক’টি পুজো কমিটির নির্মিয়মান পুজো মণ্ডপগুলোও ঝড়ের তাণ্ডবে অল্প বিস্তর ক্ষতি সাধিত হওয়ায় খবর পাওয়া গে‌ছে। এ‌তে স্বাবা‌ভিক ভা‌বে  চিন্তার ভাঁজ প‌ড়ে‌ছে আয়োজক মন্ড‌লির কপা‌লে। হাতে আর সময় নেই,সাম‌নেই পুজো। ফ‌লে বাড়‌তি প‌রিশ্রমে পড়‌তে হ‌য়ে‌ছে পু‌জো ক‌মি‌টির একাংশ কর্মকর্তা‌দের।এ‌দি‌নের দমকা হাওয়া ও বৃষ্টিপা‌তে পাথারকা‌ন্দি মধ‌্য বাজা‌রের পু‌জো মন্ড‌পের আং‌শিক ক্ষ‌তি হওয়ার খবর পাওয়া গে‌ছে। মণ্ডপের একাংশ হে‌লে যায় ঝ‌টিকা তুফা‌নে।

শরতের ঝড়ে পাথারকান্দিতে ক্ষতিগ্রস্থ পুজো মণ্ডপ
শরতের ঝড়ে পাথারকান্দিতে ক্ষতিগ্রস্থ পুজো মণ্ডপ

Author

Spread the News