পোষণ মাস : সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে সচেতনতা সভা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস (ICDS) প্রজেক্ট কর্মকর্তাদের ব্যবস্থাপনায সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস এর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে সচেতনতা সভায় পৌরহিত্য করেন দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রজেক্টের কো-অডিনেটর দেবাশিস রায়। সভায় প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পুনম নাথ ও তার সহযোগীরা। তারপর দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস বিভাগের সিডিপিও আশরাফ হোসেন লস্কর সহ বিভাগের কর্মকর্তারা প্রদীপ প্রজ্জ্বলন করে সপ্তম রাষ্ট্রীয় পোষন মাস ২০২৪ এর সূচনা করেন। সভায় উপস্থিত সিডিপিও আশরাফ হোসেন চৌধুরী, আকবরপুর কৃষি বিকাশ কেন্দ্রের প্রধান ড. পি চৌধুরি, রাজাবাজারের সিডিপিও গোপা কর সহ মঞ্চে উপবিষ্ট সকলকে গামছা ও মোমেন্টো উপহার দিয়ে বরণ করেন বিভাগীয় সুপারভাইজাররা।

এ জমকালো অনুষ্ঠানে পল্লী মঙ্গল হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ জেলার বিভিন্ন সংসার পক্ষ থেকে নাটক, যোগাসন, দেশাত্মবোধক গান ইত্যাদি পরিবেশন করা হয়। সভায় শিশু ও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পুষ্টি জাতীয় উপাদান নিয়ে বিশদভাবে আলোচনা করেন সিডিপিও। তিনি বলেন, যদিও বর্তমান সরকারের আমলে শিশু ও মায়েদের স্বাস্থ্য সেবা উন্নতির জন্য বিভাগীয় কর্মকর্তা সহ এএনএম, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী-হেল্পররা দিন রাত কাজ করে যাচ্ছেন। তারপরও প্রতিটি গ্রামের প্রতিটি শিশু ও মায়েরা যাতে পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রেখে সকলের আরও বেশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানান।

পোষণ মাস : সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে সচেতনতা সভা

এরপর সভায় নাজরিন সুলতানা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২০১৮ সালের ৮ মার্চ এই পোষন অভিযান চালু করেন। তবে প্রতি বছরের সেপ্টেম্বর মাসকে পোষণ মাস হিসাবে ধরা হয়েছে। আর পোষণ মাসের মূল উদ্দেশ্য হচ্ছে কু-পোষন দূর করা।  প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন করিমগঞ্জ কৃষি বিকাশ কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ড. পি চৌধুরী, সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দেব। এ সভায় উপস্থিত ছিলেন রাজাবাজারের আইসিডিএস গোপা কর, পল্লী মঙ্গল হাই স্কুলের সভাপতি সঞ্জীব রায়, প্রাক্তন জিপি সভানেত্রী কল্পনা রায়, সুপ্রাকান্দি সেক্টরের সুপারভাইজার চন্দা চক্রবর্তী, শাবানা সুলতানা তাপাদার, শিখা পাল, বেবি সেন, অমিতা দাস, পারভিন সুলতানা চৌধুরী, জুলফা বেগম চৌধুরী, চন্ডিতা দে, ছায়ারুন ন্নেসা খানম, এএনএম বাছারুন্নেসা,  লব্লক কো-অর্ডিনেটর দেবাশিস দাস, এ বিশ্বাস সহ সকল কর্মচারীরা। তাছাড়া এদিন বিভিন্ন সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীরা পল্লীমঙ্গল হাই স্কুল প্রাঙ্গণে নানা পুষ্টিকর খাদ্য সহ শাকসবজির পসরা সাজিয়ে এক পোষণ মেলার আয়োজন করে কোন কোন জিনিসে বেশি পুষ্টি রয়েছে তা গর্ভবতী মহিলা সহ জনগণকে বুঝিয়ে দিতে দেখা যায়। শেষে পি চৌধুরী উপস্থিত সবাইকে নিয়ে স্বচ্ছ ভারত অভিযান সহ পোষণের শপথ করানোর পর সভার সমাপ্তি হয়।

পোষণ মাস : সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে সচেতনতা সভা
পোষণ মাস : সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাইস্কুলে সচেতনতা সভা

Author

Spread the News