সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কাটলিছড়ায় বসন্ত উৎসব

সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কাটলিছড়ায় বসন্ত উৎসব

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কাটলিছড়া সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার উদ্দ্যোগে বসন্ত উৎসব পালন করা হল। বৃহস্পতিবার কাটলিছড়ার এক বিবাহ ভবনে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। মাত্র দুই দিনের প্রচেষ্টায় সুন্দর ভাবে সম্পন্ন হয় অনুষ্টান। এ দিন বিকেল সাড়ে তিন টায় এক সাংস্কৃতিক শোভাযাত্রা  কাটলিছড়া সেন্ট্রাল রোড বিবাহ ভবন থেকে শুরু হয় এবং কাটলিছড়া নেতাজি মূর্তি হয়ে কাটলিছড়ার পার্ক রোড পরিক্রমা করে ভবনে এসে সমাপ্ত হয় । শোভাযাত্রায় কচিকাঁচা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই “ওরে গৃহ বাসীর গানে” নৃত্যের মাধ্যমে আবির ছড়িয়ে ফাগুনের এই উৎসব উপভোগ করতে দেখা যায়। ডিজিটাল যুগের ডিজের খোল কাশীর তালে নিজের সংস্কৃতির রক্ষার যে অভিনব প্রচেষ্টা যুব সমাজ এবং প্রতিজন সংস্কৃতি মনস্কা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সাংস্কৃতিক শোভাযাত্রার পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানের সূচনা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন করেন সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সমরবিজয় নাথ মজুমদার, লীনা দেব, প্রবীণ সমাজ সেবিকা জ্যোতিকা রক্ষিত ও মৈত্রেয়ী আচার্য। এবং তারপর সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার সভাপতি স্বাগত ভাষণ প্রদান করেন।

সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কাটলিছড়ায় বসন্ত উৎসব

স্বাগত ভাষণে সভাপতি মাত্র দুই দিনের মধ্যে বসন্ত উৎসব ১৪৩০ উদযাপন করতে সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার প্রতিজন সদস্য বিশেষ করে নিরুপম আচার্য, সাগরিকা ভট্টাচার্য, আলোক চক্রবর্তী, বাচ্চু পালদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাচ্চু পাল।

Author

Spread the News