ইন্ডিয়া স্টাইল ফ্যাশন উইকে শোজটপার স্মিতা দেব

২৯ অক্টোবর : গুড়গাঁও এইপিসি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে
ভিএলসিসি ইন্ডিয়া ফ্যাশন উইকে শোজ টপার হিসেবে র‍্যাম্প মাতালেন মিসেস ইউনিভার্স এর ফাইনেলিস্ট, মায়রা ক্রিয়েশন এবং এনজিও মায়রার ডিরেক্টর ড. স্মিতা দেব।   ইন্টারন্যশনেল ফ্যাশন ডিজাইনার জারিনা লস্করের নিজের হাতে বোনা ডেনিম লেহেঙ্গা পোশাক পরিধান করে তিনি র‍্যাম্পে ওয়াক করেন। শো এর অর্গানাইজার হিসেবে ছিলেন বলিউড ফ্যাশন ডিরেক্টর কৌশিক ঘোষ।

উল্লেখ্য, ব্যক্তির জীবন ও নিজেকে দেখার ধরণ, চাপ মোকাবিলার ক্ষমতা, দূরদর্শিতা, আত্মবিশ্বাস, চিন্তা—আবেগের ধরণ ইত্যাদি বৈশিষ্ট্যের সমন্বয়ে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়। মেধার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের ধরণ কক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তির চিন্তার ধরণ, ইতিবাচক জীবনবোধ, আত্মনিয়ন্ত্রণ, নিজের ও কাজের প্রতি বিশ্বাস ইত্যাদি নানা কিছুই তাকে অনেকের মধ্যে অনন্য করে তোলে। অনন্য এই বৈশিষ্ট্যই একজন অধ্যাপক, তৈরি করে কলেজে অধ্যাপনার কাজ করেন।

ইন্ডিয়া স্টাইল ফ্যাশন উইকে শোজটপার স্মিতা দেব

এর আগেও লোকসভা দিল্লির দুরদর্শন কেন্দ্রেও কাজ করেছেন অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা এবং সফল মডেল, বর্তমানে তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শেষ করে পোস্ট ডক্টরেল নিয়ে পড়ালেখা করছেন তিনি। শিলচরে বাসিন্দা তবে বর্তমানে তিনি গুয়াহাটিতে বসবাস করছেন।

Author

Spread the News