জয়ঠাকুর সেবা সমিতির রক্তদান শিবির রবিবার
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আগামী রবিবার হাইলাকান্দির আশ্রম রোডে অবস্থিত ভৈরব বাড়িতে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। জয়ঠাকুর সেবা সমিতি আয়োজিত এই শিবির আয়োজনে সহযোগিতায় থাকবে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা সমিতি। রক্ত সংগ্রহ করবেন দি কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডাক্তার ও টেকনিশিয়ানগণ। জয়ঠাকুর সেবা সমিতি জন্ম লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছে। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সভয়ে সময়ে তারা রক্তদান শিবিরেরও আয়োজন করে আসছে। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এরূপ শিবির আগেও আয়োজন করেছে। সনাতন চেতনায় সমাজ সেবার অঙ্গ হিসাবে এই আয়োজন করা হয়ে থাকে।
উল্লেখ্য, এদিনের এই শিবিরে জয়ঠাকুর খ্যাত বিশিষ্ট সাধক ও সমাজ সংস্কারক সঞ্জীব গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উক্ত শিবিরে স্বেচ্ছা রক্তদানের জন্য আবেদন জানিয়ে এখবর জানিয়েছেন সংস্থার কার্যকরী সভাপতি কেশব গুপ্ত চৌধুরী (চম্পু)।

