শিশুতোষ বসাক ফুটবলের খেতাব ঘরে তুললো বিজয়ী সংঘ

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশুতোষ বসাক স্মৃতি নক আউট ‘সি’ ডিভিশন ফুটবল প্রতিযোগিতার খেতাব ঘরে তুললো বিজয়ী সংঘ। শনিবার  টুর্নামেন্টের ফাইনালে তারা ক্লাব আমরা-কে হারিয়ে তারা এই খেতাব জিতে। এদিন দুটি দলই খেতাব দখলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয়। ফলে ইন্ডিয়া ক্লাব ময়দানে অনুষ্ঠিত এদিনের ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। নির্ধারিত সময়ে দুটি দল ২-২ গোলে ম্যাচ ড্র করে। টাইব্রেকারে মোট গোলের ফলাফল দাঁড়ায় ৬-৪ । ম্যাচের শুরুতে ক্লাব আমরা এগিয়ে যায়। সাবির আহমেদ (১)-র গোলে। ম্যাচের ১৮ মিনিটে। কিন্তু এই লিড বেশীক্ষন ধরে রাখতে পারেনি ক্লাব আমরা। বিজয়ী সংঘের প্রতিআক্রমণের ১০ মিনিটের মাথায় (ম্যাচের ২৬ মিনিটে) সে গোল শোধ করে নেয় বিজয়ী সংঘ। সমতাসূচক এই গোলটি আসে তুষার দাসের পা থেকে। কেবল এই নয়, ম্যাচের ৩০ মিনিট বয়সে সুবিনয় দাস আরও এক গোলের লিড দিয়ে দেন। তবে ক্লাব আমরা হাল ছেড়ে দেয়নি। ফের একবার বিপক্ষের জাল কাপিয়ে দেন সাবির আহমদ লস্কর (২)। পরে ম্যাচের ফয়সালা টাইব্রেকারে। এতে বাজিমাত করে বিজয়ী সংঘ।

খেলায় ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সেরা গোল রক্ষক বিজয়ী সংঘের বিষু মাল, ম্যাচ সেরা ও সেরা ফরোয়ার্ড সুমন লোহার, সেরা ডিফেন্ডার ক্লাব আমরার এনামুল হক বড়ভুইয়া, সেরা লিঙ্কম্যান আবু বক্কর বড়ভুইয়া এবং টুর্নামেন্ট সেরা হন সুলতান হোসেন। তাদেরকে নগদ পাঁচ শত টাকা সমেত ট্রফি প্রদান করা হয়। সব শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি সমেত যথাক্রমে নগদ ৫ ও ৩ হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেন দিনের মুখ্য অতিথি প্রাণতোষ বসাক, বিশেষ অতিথি প্রাক্তন জাতীয় রেফারি দেবেন শুক্লবৈদ্য,  আয়োজক সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সহ সচিব (প্রশাসন) দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস সহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News