মণিপুরীদের কংগ্রেসকে ভোট দেওয়ার আহবান শান্তি সিংহের
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মণিপুরী সম্প্রদায়ের ভোটারদের প্রতি আহ্বান জানালেন শান্তি কুমার সিংহ। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক শান্তিকুমার সিংহ সম্প্রতি ওই দল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। গত ২০ মার্চ গুয়াহাটিতে কংগ্রেসে যোগ দেওয়ার পর রবিবার তিনি শিলচরে আসেন। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান বেশ কিছু লোক। এরপর তিনি শহরে এসে কংগ্রেস কার্যালয়ে যান।
কংগ্রেস কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। শান্তি কুমার জানান কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে জেতাতে এবার তিনি ময়দানে নামবেন। সেই সঙ্গে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মণিপুরী সম্প্রদায়ের ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ দিন বিমানবন্দরে তাঁকে স্বাগত ফুলের মালা উত্তরীয় পরিয়ে স্বাগত জানা বড়খাল অ্যাকশন কমিটির প্রতিনিধি এল সুশিলা দেবী, এল পুর্ণিমা দেবী সহ অনেকে।