আসাম রাইফেলসের সহায়তায় শিবির ছেড়ে বাড়ি মুখী বড়বেকরার শরণার্থীরা

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মণিপুরে জাতিদাঙ্গায় হাজার হাজার লোক বাড়ি ঘর ছেড়ে প্রাণ রক্ষায় বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়ে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিভিন্ন শিবির থেকে বাড়ি ফিরছেন শরণার্থীরা। শনিবার জিরিবাম রিলিফ ক্যাম্প থেকে বড়বেকরার বেশ কয়েকটি পরিবারকে বাড়িতে নিরাপদ পুনর্বাসনের আয়োজন করে আসাম রাইফেলস।

আসাম রাইফেলসের সহায়তায় শিবির ছেড়ে বাড়ি মুখী বড়বেকরার শরণার্থীরা

আসাম রাইফেলস নিরাপদ পুনর্বাসনে ৬৩ জন লোককে জিরিবাম ত্রাণ শিবির থেকে যাতায়াত ব্যবস্থা এবং নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দেয়। এর মধ্যে ১৯ জন মহিলা এবং ৪৪ জন শিশু ছিল। পুনর্বাসনের প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় সরবরাহ, জল এবং জলখাবারের ব্যবস্থাও করে আসাম রাইফেলস।

আসাম রাইফেলস ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সম্প্রদায়গুলি বাড়ি ফেরার পদক্ষেপ নেয়৷

Author

Spread the News