চাতলার বাঘমারাতে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে কাজ করছে বিজেপি পরিচালিত সরকার। পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই বর্তমান সরকারের লক্ষ্য। শনিবার পশ্চিম সোনাই এলাকার চাতলা বাঘমারায় শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি পশ্চিম সোনাই মণ্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহার রঞ্জন দাস। তিনি বলেন, এসসি ডেভেলাপম্যান্ট বোর্ড সরকারের নির্দেশে তপশীলিদের আর্থ সামাজিক উন্নয়নে সমহারে কাজ করে যাচ্ছে। নীহার বাবু বলেন এটা তাদের ২৯ তম কর্মশালা, এই কর্মশালা আগামীদিনেও জারী থাকবে। 

বিজেপি পশ্চিম সোনাই মণ্ডল কমিটির সভাপতি প্রদীপ দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রায় তিন শতাধিক লোককে এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস। তিনি বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপি কৃষক মোর্চার সভাপতি মানব সিং এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের কাজের ভূয়শী প্রশংসা করেন।

চাতলার বাঘমারাতে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত
বক্তব্য রাখছেন জেলা পরিষদ সদস্য মানব সিং।

তিনি বলেন, এসসি সার্টিফিকেট প্রতিজন এসসি জাতিভূক্ত মানুষের থাকা অত্যন্ত জরুরী। সেটা যেকোন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ভোগ করতে হোক কিংবা অন্যান্য কাজে হোক। আগামীদিনে পঞ্চায়েত নির্বাচন আসছে এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক আছেন তাদের ক্ষেত্রে এসসি সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরী। কারণ এই সার্টিফিকেট থাকলে শিক্ষাগত যোগ্যতায় ছাড় পাওয়া যায় যা জেনারেল কিংবা ওবিসিদের ক্ষেত্রে হয় না, কাজেই যাদের এসসি সার্টিফিকেট নেই তারা আমাদের বোর্ডের চেয়ারম্যান তথা অন্যান্য সদস্যদের সহযোগিতা নিয়ে শীঘ্রই সার্টিফিকেটের ব্যবস্থা করুণ এতে লাভ আপনাদেরই, বলেন জিলা পরিষদ সদস্য মানব সিং। 

এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুতাজবাড়ি জিপি সভাপতি সনৎ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক রেবতীমোহন দাস, বোর্ডের সদস্যদ্বয় যথাক্রমে মনোমোহন রবিদাস ও বাবলু কেওট প্রমুখ। 

Author

Spread the News