শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে রামনবমী পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে দিনব্যাপী সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে রাম নবমী উৎযাপন করা হয়। রবিবার সকাল থেকে অগণিত ভক্তদের উপস্থিতিতে একদিকে লোকনাথ বন্দনা অন্যদিকে রামনবমী পালন করতে দেখা যায় সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে।পূজারী পবিত্র পাল বলেন, লোকনাথ বাবাকে সামান্য পুজো দিয়েই তুষ্ট করা যায়। লোকনাথ বাবা ভক্তের সব ধরনের ইচ্ছা পূরণ করেন। ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা।

শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে রামনবমী পালন

রামনবমী পালন সম্পর্কে জানান, রাম নবমীর মাধ্যমে আমরা শিক্ষা পাই যে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় নিশ্চিত করতে হবে। এই পবিত্র দিনে ভক্তরা ব্রত পালন করেন এবং বিশেষ খাদ্য প্রস্তুত করে প্রসাদ বিতরণ করেন। রামনবমী আমাদের মনে করিয়ে দেয় যে, মন্দ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির প্রতিষ্ঠা করা মানবজীবনের প্রধান উদ্দেশ্য। ভগবান রামের জীবন আমাদের সাহস, ন্যায় এবং সত্যের পথ দেখায়। এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা নৈতিক মূল্যবোধের চর্চা করি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করি। এদিন সহযোগীতায় ছিলেন জিৎ দাস, রূপালী পাল, রাজীব দাস, বাপ্পা দাস, পঙ্কু পাল, মিত্রজিৎ পাল, রাখী পাল প্রমুখ।

শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে রামনবমী পালন

Author

Spread the News