APSC পরীক্ষায় কেলেঙ্কারি : রাকেশ পালের ১৪ বছরের জেল, বসন্ত ও সামেদুরের ১০ বছর

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : আদালত ইতিমধ্যেই রাকেশ পাল বাহিনীকে কুটিল পদ্ধতিতে মেধাবী শিক্ষার্থীদের APSC পরীক্ষায় পাস থেকে বঞ্চিত করার জন্য দোষী সাব্যস্ত করেছে। এপিএসসি আজ কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৪৩ জনের মধ্যে ২৯ জনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালত APSC কেলেঙ্কারির মাস্টারমাইন্ড রাকেশ পালকে ১৪ বছরের জেল এবং তাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। আদালত রাকেশ পালের সহযোগী বসন্ত দলে ও সামেদুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

প্রধান আসামি রাকেশ পাল, বসন্ত কুমার দলে ও সামেদুর রহমানসহ মোট ৩২ জনকে দোষী সাব্যস্ত করেন বিশেষ জজ। তাদের মধ্যে তিনজনকে রাজসাক্ষী হিসেবে ব্যবহার করা হবে।

APSC পরীক্ষায় কেলেঙ্কারি : রাকেশ পালের ১৪ বছরের জেল, বসন্ত ও সামেদুরের ১০ বছর

ইতিমধ্যে খালাস পাওয়া ১১ জনের মধ্যে ছয়জন প্রার্থী এবং পাঁচজন মধ্যস্বত্বভোগী। খালাসপ্রাপ্তরা হলেন- বিকাশ পিন্সা, কৌশিক কলিতা, কুণাল দাস, জ্যোতির্বান দত্ত, ফিরোজ, বিউতি গগৈ, শৈজালি জোহারি, ধৃতিমান রায়, মৌসুমী শইকিয়া এবং মোশাররফ হুসেন। দালালের অভিযোগে অভিযুক্তদের নাম কৌশিক কলিতা ও কুণাল দাস।

Author

Spread the News