মানবতা! আহাদকে রক্তদান রজত শুভ্রের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : রক্তের কোন জাতপাত নেই, নেই কোন ধর্মও। ভিন সম্প্রদায়ের লোককে রক্ত দিয়ে এর প্রমাণ আগেও অনেকেই দিয়েছেন। আবারও দেখিয়ে দিল শিলচর শহরের অগ্রণী বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়। তবে এমন মানবতার কাজ হৃদয় এর কাছে নতুন নয়। রক্তের যখন প্রয়োজন হয় তখন মানুষ আর জাতপাত বা ধর্ম দেখেনি। শুরু করে দৌঁড়ঝাপ। কি ভাবে রক্ত জোগাড় করবে এ নিয়ে দিশাহারা হয়ে যায়। আর সেই সময় মানবতাবাদীরা এগিয়ে আসেন। নিঃস্বার্থে রক্তদান করেন। আর এমনই ঘটনা আরও একবার ফুটে উঠল হৃদয়ের কাছে।

৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে হৃদয়ের সদস্য রজত শুভ্র ভট্টাচার্য শিলচর কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আহাদ হুসেনের জন্য প্লেটেলেট দান করে মানবতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছন। এই প্লেটেলেট দান করে শুধু রোগীকে সুস্থ করে তোলা নয়  তার পরিবারের লোকেদের মুখে হাঁসি ফুটিয়েছেন। এই দান অবিস্মরণীয়। ভট্টাচার্যের এই মহৎ কাজে আহাদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Author

Spread the News