৩৬ জন ইজরায়েলি সেনাকে হত্যার দাবি কাসেম ব্রিগেডের
১৫ ডিসেম্বর : গত ৭২ ঘণ্টায় ৩৬ জন ইজরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে কাসেম ব্রিগেড। নিউজ এজেন্সি আনাদোলু সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টেলিগ্রাম বার্তায় হামাসের এক মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন এসময় হামাসের গেরিলা হামলায় আহত হয়েছে অনেক ইজরায়েলি সেনা। অন্তত ৭২টি ইজরায়েলি সামরিক যান ধ্বংস করেছে কাসেম ব্রিগেড। টার্গেট করেছে গাজায় তাদের হেডকোয়ার্টার ও কমান্ডরুম।
টার্গেট করেছে গাজায় তাদের হেডকোয়ার্টার ও কমান্ডরুম। বাজেয়াপ্ত করেছে দখলদারদের অসংখ্য অস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম।
স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, সংঘবদ্ধ না হয়ে বিছিন্নভাবে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে হামাস যোদ্ধারা। মর্টার শেল, স্বল্প মাত্রার মিসাইল আর রকেট ছুড়ে দিচ্ছে পাল্টা জবাব। ইজরায়েলি সেনাদের সঙ্গে বেশ কয়েকবার মুখোমুখি সংঘর্ষও হয়েছে তাদের। এছাড়া, ইজরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের দাবিও করেছে হামাস।