শ্রমিকদের উদ্ধারে চলছে মরণপণ লড়াই, শক্তিশালী ড্রিল মেশিন আনা হল

১৭ নভেম্বর : শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে চলছে উদ্ধার কাজ। ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চলছে মরণপণ লড়াই। উত্তরকাশীতে নির্মীয়মাণ টানেলে আটকে ৪০ জন শ্রমিককে উদ্ধারে শক্তিশালী ড্রিল মেশিন আনা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নতুন ড্রিল মেশিন সব মিলিয়ে ২১ মিটার কাটতে পেরেছে।

প্রথম দিকে উদ্ধারকারী দল খননযন্ত্র দিয়ে পাথর কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেইসঙ্গে নতুন করে যাতে ভেঙে না পড়ে সেটাও দেখা হয়েছে। কিন্তু বিভিন্নরকমভাবে চেষ্টা করেও উদ্ধারকাজ সম্ভব হয়নি। এরপর অগার মেশিন দিয়ে একটা পথ তৈরির চেষ্টা করা হয়েছিল। এরপর একটি পাইপ সেখান দিয়ে ঢুকিয়ে আটকে পড়া কর্মীদের বের করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু সেই কাজও মাঝপথে থমকে যায়। কারণ বুধবার রাতে একটি বোল্ডারের কাছে এসে আটকে যায় ড্রিল মেশিন। এরপর দিল্লি থেকে আরও শক্তিশালী ড্রিল নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, নয়া মেশিনটার ক্ষমতা ১৭৫-২০০ হর্স পাওয়ার। এটি প্রতি ঘণ্টায় ৫ মিটার প্রবেশ করতে পারবে।

Author

Spread the News