করিমগঞ্জে পোস্টাল ব্যালটে ভোটদানের সূচী জানিয়ে দেওয়া হল

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : লোকসভা নির্বাচনে করিমগঞ্জে যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছিলেন তাদের ভোটের সূচী পোস্টাল ব্যালট পেপার সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সূচী অনুসারে দ্বিতীয় দফার ভোটের করিমগঞ্জ জেলার  ভোটার, তাদের জন্য ১৮, ১৯ ও ২০ এপ্রিল করিমগঞ্জ শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কমন ফেসিলিটেশন সেন্টার থাকবে। পাশাপাশি, ভোটের কাজে নিয়োজিত কর্মী যারা করিমগঞ্জ জেলার ভোটার এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছেন তাদের ভোটদান করিমগঞ্জের আয়ুক্ত কার্যালয়ের রিটার্নিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ১৫ এপ্রিল থেকে শুরু হয়ছে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এদিকে দ্বিতীয় দফার ভোটের শিলচর (এসসি), নগাঁও, ডিফু (এসটি) ও দরং-উদালগুড়ি আসনের ভোটারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাঁরা ২১ থেকে ২৫ এপ্রিল করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের রির্টানিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন। ১৯ থেকে ২১ এপ্রিল ওই একই স্থানে এভিইএস বা অ্যাবসেন্টি ভোটার উইথ এসেনসিয়েল সার্ভিস ভোটাররা ভোট দিতে পারবেন।

এছাড়া তৃতীয় দফার ভোটের  গুয়াহাটি, বরপেটা, ধুবড়ি ও কোকরাঝাড় (এসটি) আসনের  কর্তব্যরত কর্মী ভোটাররা ২ থেকে ৬ মে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের রির্টানিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন।

Author

Spread the News