বর্ষবরণের রাতে ভিড়ের মধ্যে গুলি, মৃত্যু দশ জনের

২ জানুয়ারি : নতুন বছরে রক্তাক্ত আমেরিকা। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে মুহূর্তের মধ্যে নববর্ষের আনন্দ বদলে গেল বিষাদে। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। পিষে দেয় বহু মানুষকে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত অন্তত ৩০ জন।

ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় বুধবার নতুন বছর উদযাপন করতে বহু মানুষ জড়ো হন। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ট্রাক দ্রুত গতিতে এসে ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হয়। পিষে দেওয়া হয় বহু মানুষকে। এরপর চালক গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে বলে অভিযোগ। পালটা গুলি ছোড়ে পুলিশও। তবে ঘটনাস্থল থেকে অপরাধী পলাতক রয়েছে।

নিউ অর্লিন্সের জরুরি প্রস্তুতি সংস্থা বিবৃতিতে জানায়, ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

বর্ষবরণের রাতে ভিড়ের মধ্যে গুলি, মৃত্যু দশ জনের

Author

Spread the News