নিউ ইয়ার সেলিব্রেশনের নামে অশ্লীল নৃত্য, তীব্র প্রতিক্রিয়া

নিউ ইয়ার সেলিব্রেশনের নামে অশ্লীল নৃত্য, তীব্র প্রতিক্রিয়া

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বছর পাঁচেক আগে ক্লাব রোডের একটি অভিজাত্য হোটেলে রেনডান্স হয়েছিল। রেনডান্স নিয়ে শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এ ঘটনার বছর আগে জানিগঞ্জে অশ্লীল নৃত্য পরিবেশন নিয়েও তোলপাড় হয় শহরে। ফের এমনই এক কাণ্ড নিয়ে শিলচরে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে শিলচরে এক অভিজাত্য হোটেলে উদ্দাম নৃত্যের কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোনড় সৃষ্টি।

সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করছে বিভিন্ন হোটেল রেস্তোরা। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে উদ্দামতা চরমে দেখা গেল শিলচর শহরের এক হোটেলে। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে চলল মহিলার স্বল্প পোশাকে উদ্দাম নৃত্য। আর এই নৃত্য দেখতে শহরের উঠতি যুবক যুবতীরা অংশগ্রহণ করে। বিদেশি পানীয়র সঙ্গে শেষ রাত অবধি চলে আমোদ প্রমোদ। এমন পরিবেশ সৃষ্টি হওয়ায় ভাবিয়ে তুলেছে শহরবাসীকে।

নিউ ইয়ার সেলিব্রেশনের নামে অশ্লীল নৃত্য, তীব্র প্রতিক্রিয়া

Author

Spread the News