সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন বৃহস্পতিবার, আসছেন ইউপির মওলানা মুজ্জামিল
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনি হাফিজিয়া মাদ্রাসার ২৪তম বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি মহফিল অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এ উপলক্ষে জোরদার প্রস্তুতি চলছে মাদ্রাসার সামনের খোলা ময়দানে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সুতারকান্দি পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা আলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে আসছেন দেওবন্দ জামিয়াতুশ শ্বেখ হুসাইন আহমদ মদনি’র শেখুল হাদিস ও মুহতামিম মওলানা মুজ্জামিল আলি।
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর-পূ্র্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা আসাম জনসেবা পরিষদের চেয়ারম্যান খানক্বায়ে মদনি শ্বেখ মওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি মহবুবুল আলম আলক্বাছিমী। এছাড়াও উপস্থিত থাকবেন পুরান চান্দপুর সিনিয়র মাদ্রাসার মওলানা সালেহ আহমদ, হাইলাকান্দির মওলানা আছাদ আহমদ কাসিমি, কাসিমুল উলুম কুর্তি মাদ্রাসার মওলানা চেরাগ আলি প্রমুখ।
আব্দুর রকিব চৌধুরীকে সভাপতি ও আনোয়ার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট অধিবেশনের পরিচালন সমিতি গঠন করা হয়। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি নজরুল ইসলাম চৌধুরী, হেড মওলানা হাফিজ আলতাফ হুসেইন, এইচ এম আমির হোসেন, কারী আবিদ হোসেন তাপাদার। সদস্যরা হলেন জান্নাতুল হক চৌধুরী, রাসেল আহমেদ, হাজি তাজ উদ্দিন চৌধুরী, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, আব্দুস সামাদ চৌধুরী। অধিবেশনে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি নজরুল ইসলাম চৌধুরী।