প্যারামাউন্ট সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট ৩ জানুয়ারি থেকে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জেলার শীর্ষ সুপার ডিভিশন লিগ কাম নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের এই টুর্নামেন্টে স্পনসর করছে প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি। সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজকরা।
সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ছয়টি দল নিয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে খেলবে ইন্ডিয়া ক্লাব ও উধারবন্দ টেবিল টেনিস ক্লাব। বাদবাকি ৪টি দল হল যথাক্রমে টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইটখলা অ্যাথলেটিক ক্লাব ও ত্রিবেণী ক্লাব। প্রতিযোগিতায় খেলা হবে ৪০ ওভারের। ম্যাচে দু’টি দলকে নতুন বল সাপ্লাই দেবে আয়োজক ডিএসএ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সমেত ৪০ হাজার টাকা, রানার্স আপ দলকে দেয়া হবে ট্রফি সহ ২৫ হাজার টাকা। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা সিরিজ বিজেতারা পাবে ট্রফি ট্রফি সহ ৩ হাজার টাকার ক্যাশ প্রাইজ। ম্যান অব দ্যা ফাইনাল পাবে ট্রফি সহ ২ হাজার টাকা। তাছাড়া প্রতিটা ম্যাচে সেরা খেলোয়াড়ের ট্রফি।
এছাড়া খেলায় নতুন দল হিসেবে তাদের জার্সি বাবদ দেয়া হবে ৬ হাজার টাকা। খেলায় বাজেট ধরা হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ২০ জানুয়ারি এবং দ্বিতীয়টি ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে কথা বলেন সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য ক্রিকেট শাখা সচিব নিরঞ্জন দাস ও স্পন্সরের পক্ষে শুধাংশু দাস। সব শেষে স্পন্সরশিপের অর্থ আয়োজকদের হাতে তুলে দেন শুধাংশু দাস।