১০ দিনের মাথায় ৭০০ ফুট কুয়োয় থেকে উদ্ধার শিশু
১ জানুয়ারি : দীর্ঘ ১০ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। অবশেষে বুধবার তিন বছরের সেই শিশু চেতনাকে উদ্ধার করা হল। বিগত ১০ দিন ধরে রাজস্থানের কোটপুতলিতে ৭০০ ফুট কুয়োয় আটকে ছিল শিশুটি। এদিন উদ্ধার করার পরই চেতনাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটি জীবিত না মৃত, তা নিয়ে প্রথমে সংশয় তৈরি হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
গত ২৩ ডিসেম্বর দুপুরে খেলার সময় ৭০০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় ছোট্ট চেতনা। প্রায় ১০ মিনিট পর বাড়ির লোক শিশুটির কান্নার আওয়াজ পেয়ে বাইরে যেতেই বিষয়টি বুঝতে পারে। প্রথমে ১৫ ফুট গভীরে আটকে থাকলেও পরিবারের লোকেরা তাকে বের করার চেষ্টা করলে প্রায় ১৫০ ফুট গভীরে পড়ে যায় শিশুটি। এরপরই তাকে উদ্ধারে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ হলে মাঠে নামেন দক্ষ খনি-শ্রমিকেরা। নিষিদ্ধ ‘র্যাট-হোল মাইনিং’ পদ্ধতিতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। কুয়োর মধ্যে যাতে চেতনার শ্বাস-প্রশ্বাসের অভাব না হয়, সেজন্য কুয়োর মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়। তাকে উদ্ধার করতে ২০ ফুট দূরে কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়া হয়। উদ্ধার করা গেলেও ছোট্ট শিশুটির দেহে প্রাণ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনেই। বুধবার উদ্ধারকারীরা পৌঁছে গিয়েছিল চেতনার কাছে। সন্ধ্যায় তাকে কুয়োর বাইরে বের করে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর প্রাণরক্ষা হল না ছোট্ট চেতনার।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।