বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : উধারবন্দ ও বড়খলায় ২০ লক্ষ টাকার ব্যায়ে ৩টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার প্রথমে তিনি ১০ লক্ষ টাকার ব্যয়ে উধারবন্দের রংপুর নরসিংহ আখরার কমিউনিটি হল নির্মান কাজের শিলান্যাস করেন। তারপর বড়খলা বিধানসভার ছেছরি জিপির অন্তর্গত বড়খলা দ্বিতীয় খণ্ডে ৫ লক্ষ টাকার ব্যয়ে সাংস্কৃতিক ভবন নির্মান কাজের শিলান্যাস ও বড়খলা জিপির নারাইনচরা চা-বাগানের গণেশ মন্দিরে ৫ লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে কমিউনিটি হল নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিনের অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার তথা সাংসদ উন্নয়ন তহবিলের তত্ত্বাবধায়ক রক্তিম বরুয়া, রংপুর মণ্ডল বিজেপির সভাপতি পুলক দেব, জেলা পরিষদের অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, সহকারি ইঞ্জিনিয়ার বিস্বজিৎ নাথ চৌধুরী, দীপজ্যোতি সিংহ সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


