কৃষ্ণনগরে পানীয়জলের হাহাকার, প্রকল্পের সামনে প্রতিবাদ
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বড়খলা বিধানসভা কেন্দ্রের মাছিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের পানীয়জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এলাকার মানুষ। সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে নল সংযোগ দেওয়া হলেও, নিয়মিত জল সরবরাহে প্রকল্পটি কার্যত ব্যর্থ বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পটি শিলচর ডিভিশন–১-এর অধীন। বিদ্যুৎ মাশুল পরিশোধ না হওয়ায়…
