“অসমে বিজেপি না থাকলে গোটা রাজ্য মিয়াঁরাই নিয়ে যাবে” — গহপুরে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বৃহস্পতিবার, বিশ্বনাথ জেলার গহপুরের ভোলাগুড়িতে আয়োজিত মহিলা উদ্যোগিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “আপনাদের একটি কথা মনে রাখতে হবে যেদিন বিজেপি অসমে থাকবে না, সেদিন দিসপুর থেকে শুরু করে গোটা অসম মিয়াঁ লোকেরা দখল করে নেবে। আমি ভবিষ্যদ্বাণী করে রাখছি……
