বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর রহস্যজনক ভাবে নিখোঁজ
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মার্গেরিটার বরগোলাই পঞ্চায়েতের অন্তর্গত নমদাং গ্রামে পাঁচ বছরের এক শিশুর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রবিবার বিকেল প্রায় ৩টার সময় বাড়ির সামনেই খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই শিশু। নিখোঁজ শিশুটির নাম অমিত ভুঁইয়া, বাবা কালীচরণ ভুঁইয়া। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই বাড়ির…
