সরকারি সাইনবোর্ড, ব্যানার, রাজনৈতিক বার্তা মুছে ফেলার নির্দেশ

হাইলাকান্দিতে জারি আদর্শ আচরণবিধি

জনসংযোগ, শিলচর ও হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : ২০২৪ লোকসভার সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা  নির্বাচনের এমসিসি, ইএমসি এবং আইন ও শৃঙ্খলা সেল অফিসার জেলার সকল বিভাগীয় প্রধানদের এক নির্দেশে জানিয়েছেন  আসন্ন লোকসভার সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকারের সরকারি সাইনবোর্ড ও ব্যানার, রাজনৈতিক বার্তা ও ছবি সম্বলিত হোর্ডিং, ইত্যাদি অপসারণ / মুছে ফেলা নিশ্চিত করতে হবে।

সরকারি সাইনবোর্ড, ব্যানার, রাজনৈতিক বার্তা মুছে ফেলার নির্দেশ

এ দিকে, নির্বাচন কমিশন আগামী ২৬ এপ্রিল করিমগঞ্জ লোকসভা আসনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে। ফলে আজ, শনিবার থেকে আদর্শ নির্বাচনী আচরণ বিধি সমগ্র জেলায় চালু হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আদর্শ নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হাইলাকান্দি জেলা নির্বাচনী শাখা থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত জেলার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সভায় পৌরোহিত্য করে জানান যে, ভোটের তারিখ ঘোষণার  সাথে সাথে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। তিনি সব সেল ইনচার্জদেরকে আদর্শ নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বলবৎ করতে ব্যবস্থা নেবার নির্দেশ দেন।

Author

Spread the News