দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : নবনিযুক্ত অসম গণ পরিষদ (অগপ) কাছাড় জেলা কমিটির নেতৃত্ববৃন্দ শিলচরে পৌঁছলে সংবর্ধনার জোয়ারে ভাসলো। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ ও যুব পরিষদের সভাপতি রূপন মোদক, শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য, জেলার সাধারণ সম্পাদক মমিনুল হক লস্করকে পৌঁছলে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বেলা দু’টায় দলীয় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা। সভায় অংশগ্রহণ করেন নবনিযুক্ত পদাধিকারীরা।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বরাক উপত্যকায় অগপ দলের পুনর্জাগরণের সময় এসেছে। নবগঠিত কাছাড় জেলা কমিটির প্রতিটি নেতা-কর্মী আগামী দিনে দল ও জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনিযুক্ত জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অগপ সাম্প্রদায়িকতার উর্দ্ধে উঠে জনসেবায় কাজ করছে। দলের প্রতিটি স্তরে ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।কার্যকরী সভাপতি মণিতন সিংহ তাঁর বক্তব্যে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে সোনাই, দক্ষিণ করিমগঞ্জ ও হাইলাকান্দি আসনে অগপ প্রার্থীদের জয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, বিশেষ করে সোনাই কেন্দ্রে অগপের সাংগঠনিক শক্তি ও জনসংযোগ রাজ্যের মধ্যে অন্যতম। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জেলা কমিটির সম্পাদক সুজিত শর্মা ও সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হুসেন লস্কর। এদিন নবনিযুক্ত নেতৃবৃন্দকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ ও জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার গলায় উত্তরীয় পরিয়ে দলীয় মর্যাদায় অভিষিক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, রুমিন মাঝারভূইয়া, মমিনুল হক লস্কর, সন্তোষ চন্দ, ধ্রুব দাস, শারিকা আজমি বড়ভূইয়া, রিয়াজুল হক বড়ভূইয়া প্রমুখ।


