গানে-কবিতায় একুশ পালন ‘আমার ভাষা আমার প্রাণ’ এর
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : এক ঝাঁক কবি-সাহিত্যিকদের গান কবিতা পাঠের মধ্য দিয়ে একুশ স্মরণ পাথারকান্দিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ বহুল প্রচলিত এই গানটি দিয়ে ক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল পাথারকান্দির কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠন ‘আমার ভাষা আমার প্রাণ’। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পাথারকান্দিতে এক ঝাঁক নবীন কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। স্বাগতিক বক্তব্যের মাধ্যমে মহান এই দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ এএস হোসেন আহমেদ বর্তমান সময়ে যেভাবে নানা কৌশলে ভাষা সংষ্কৃতির উপর আগ্রাসন হচ্ছে তা থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে একজোট হবার আহ্বান জানান।বলেন, বিশ্বে এই মাতৃ ভাষার মর্যাদা রক্ষা করতে সব থেকে বেশি আত্নবলিদান দিয়েছেন বাঙালিরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর স্বরচিত কবিতা পাঠ করে শহিদ স্মৃতি চারণ করেন কবি শিক্ষক কামাল উদ্দিন, কবি ফণীগোপাল নাথ, কবি-শিক্ষক মনোজকুমার রায়, সাংস্কৃতিক কর্মী ও কবি সিদ্ধার্থশেখর পাল চৌধুরী, সঙ্গীত শিল্পী, কবি ও শিক্ষয়িত্রী মধুমিতা মণ্ডল, কবি শিক্ষক সঞ্জীব বৈদ্য, শিক্ষক ও কবি এএস হোসেন আহমেদ, আমন্ত্রিত অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী সুজয়গোপাল ভট্টাচার্য, পাথারকান্দি চিকিৎসা কেন্দ্রের খণ্ড প্রকল্প প্রবন্ধক সৌমেন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে ফণী গোপাল নাথ ও মধুমিতা মণ্ডলের পরিবেশনায় বিভিন্ন স্বাদের কিছু সঙ্গীত অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তুলে। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন এএস হোসেন আহমেদ।