১২টি জেলার ৬০০-র বেশি গ্রাম জলমগ্ন, ১৯ জনের মৃত্যু

১১ জুলাই : ভয়াবহ বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশে। ১২টি জেলার ৬০০-র বেশি গ্রাম জলমগ্ন। বন্যা বিধ্বস্ত এই ১২টি জেলা মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে, দুইজন জলে ডুবে এবং একজন সাপের কামড়ে। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যার কবলে পড়া লখিমপুর খেরি এবং পিলভিট জেলা পরিদর্শন করেন। ৬৩৩টি গ্রামের বন্যা পরিস্থিতির দিকে নজরদারিও চালাচ্ছেন। জলমগ্ন এলাকায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, রাজ্য জুড়ে ৭১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই দুর্গতদের ঠাঁই দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেও উত্তরপ্রদেশে ভারি বর্ষণ অব্যাহত।

বর্ষা আসতে না আসতেই চরম ভোগান্তি হিমাচল প্রদেশেও। বৃষ্টিজনিত কারণে এই রাজ্যে দুই সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে। ২৭ জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করেছে। দুই সপ্তাহে আটজন জলে ডুবে, ছয়জন উপর থেকে নিচে পড়ে, চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তিনজন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। দুইজন এখনও পর্যন্ত নিখোঁজ। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭২ কোটি টাকা। ধস নেমে মান্ডি, সিমলার বহু রাস্তা বন্ধ। ১৫ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Author

Spread the News