লিগেল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে চিকিৎসা শিবির সুতারকান্দিতে

বরাক তরঙ্গ, ১২ জুলাই : দীর্ঘমেয়াদি এই বন্যায় মানুষ অসুস্থতায় ভূগছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বন্যাপীড়িত লোকজন। এই মুহূর্তে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথোরিটি ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায় করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি মডেল স্কুলে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা শিবির। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু করে বিকাল প্রায় চারটা পর্যন্ত বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন ডাক্তাররা। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। পাশাপাশি সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকেও রোগীর পরিবারবর্গের হাতে তুলে দেওয়া হয় জল বিশুদ্ধিকরণ পাউডার, কীটনাশক, পানীয় জল, বিস্কুট, চকোলেট ইত্যাদি।

লিগেল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে চিকিৎসা শিবির সুতারকান্দিতে

এদিন সব মিলে ১২০ জন অসহায় মানুষকে সেবা প্রদান করা হয়। চিকিৎসা শিবিরের সচেতনতামূলক আলোচনা পর্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথোরিটির সেক্রেটারি তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা বড়ো, ডাঃ আপন দাস, এইচ এম আমির হোসেন। শিবিরে উপস্থিত ছিলেন লিগেল সার্ভিস অথোরিটির আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রমথেশ নাথ, বিলয় দেব। স্বাস্থ্য বিভাগের পক্ষে ছিলেন লাভলি চরেই, গীতা রায় দাস, মানষী দাস, আব্দুল জলিল চৌধুরী, সানি দত্ত, ডেভিড ডোনাল্ড, হাসি শর্মা, জাহানারা বেগম, বৈশাখী দাশ, রুবি নগুরদিনপুই, সঞ্জয় কর্মকার, রুমা রানি রায়, রিনা বেগম। শিবিরে সহযোগিতায় ছিলেন শিক্ষিকা মাম্পি দাস পুরকায়স্থ, হাজি নজরুল ইসলাম চৌধুরী, ইসরাজ হোসেন চৌধুরী, ময়নুল হক চৌধুরী প্রমুখ। সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের ধন্যবাদসূচক বক্তব্যের মধ্য দিয়ে এদিনের চিকিৎসা শিবির সমাপ্ত হয়।

Author

Spread the News