শহিদ মঙ্গল পাণ্ডের ১৯৭তম জন্মবার্ষিকী পালন ঘুংঘুর বাইপাসে

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ঘুংঘুর বাইপাসের শহিদ মঙ্গল পাণ্ডে চৌরঙ্গিয়ে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদ বীর মঙ্গল পাণ্ডের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়। শুক্রবার শহিদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সকাল ৮টায় জন্মবার্ষিকী পালন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্ত প্রদেশের ইনচার্জ পূর্ণচন্দ্র মন্ডল, মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির সভাপতি উদয়শংকর গোস্বামী, কার্যকারী সভাপতি মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুর্মি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত
সকলেই শহিদ মঙ্গল পাণ্ডের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে মূর্তি স্থাপন কমিটির সভাপতি উদয় শংকর গোস্বামী ও বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তের ইনচার্জ পূর্ণচন্দ্র মণ্ডল  শহিদ মঙ্গল পাণ্ডের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন। এ ছাড়া বক্তব্য রাখেন কার্যকারী সভাপতি মানব সিং, সহসভাপতি সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, হিমাদ্রি দেব, রামনারায়ণ নুনিয়া প্রমুখ।

শহিদ মঙ্গল পাণ্ডের ১৯৭তম জন্মবার্ষিকী পালন ঘুংঘুর বাইপাসে

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সেনাই বিধায়ক প্রতিনিধি জাকির হুসেন লস্কর, সমিতির উপদেষ্টা বৈকুণ্ঠ গোয়ালা, রামাশিস চৌহান, সমিতির সহ-সম্পাদক অনন্তলাল কুর্মি, প্রকাশ চৌহান, শম্ভু কুর্মি, কোষাধ্যক্ষ সুভাষ চৌহান, সহযোগী কোষাধ্যক্ষ নির্মল কুর্মি, সাংগঠনিক সম্পাদক সন্তোষ নুনিয়া, অমিত নুনিয়া, সাংস্কৃতিক সম্পাদক গীতা নুনিয়া, সদস্য ঋষি চক্রবর্তী, রামু কৈরি, সুমিত কুর্মি, কমলেশ কুমার কুর্মি, প্রভু নাথ সোনার, সুদর্শন নুনিয়া প্রমুখ।

Author

Spread the News