গুয়াহাটিতে নকল সোনা ও নোট সহ মেশিন বাজেয়াপ্ত, ধৃত এক

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শনিবার সকালে গুয়াহাটির বড়গাঁও এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল নোট ও সোনা সহ একটি জাল ভারতীয় মুদ্রার নোট (এফআইসিএন) তৈরির মেশিন উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসটিএফ দল শনিবার সকালে জালুকবাড়ি পিএসের অধীনে পশ্চিম বড়গাঁওয়ের দেবকোটা নগরে অবস্থিত অভিনা সরকারের (২৮) বাড়িতে অভিযান চালায়।

গুয়াহাটিতে নকল সোনা ও নোট সহ মেশিন বাজেয়াপ্ত, ধৃত এক

জাল মুদ্রা ছাপানোর মেশিন ছাড়াও, পুলিশ ১,০২,৫০০ টাকা মূল্যের FICN (৫০০ মূল্যের ২০৫ নোট) এবং  নকল সোনার নৌকা এবং বিস্কুট সহ ২.৮৬ কেজি ওজনের উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি যোরহাট জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বড়গাঁওয়ে বসবাস করছিলেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Author

Spread the News