সোনাইয়ে কোয়ার্টারে পৌছল বাম ডেভলপমেন্ট
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টারে পৌঁছল বাম ডেভলপমেন্ট ভাগা। শনিবার সোনাই এনজি স্কুলের মাঠে দ্বিতীয় রাউন্ডে ২-১ গোলে হারায় সাতকরাকান্দিকে। খেলার ৯ মিনিটে যামুনা গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তিন মিনিটি পর ব্রা দলের হয়ে আরও একটি গোল করে স্কোর বাড়িয়ে দেন। হাড্ডাহাড্ডি লড়াই করে ১৯ মিনিটে সাতকরাকান্দির হয়ে টেকাইয়া গোল করেন। এরপর লড়াই করলেও সাতকরাকান্দি খেলায় সমতা ফেরাতে পারেনি। অবশেষে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাতকরাকান্দি। এ দিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাম ডেভলপমেন্টের যামুনা। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ মনির উদ্দিন লস্কর স্মৃতি পুরস্কার তুলে দেন খোঁজ শিলচরের সাধারণ সম্পাদক সজল লস্কর।
এ দিন খেলা পরিচালনা করেন হোসেন আহমেদ, সেলিম উদ্দিন, হীরামণি চৌধুরী ও জলিল আহমেদ। আগামীকাল খেলবে রাইসিং রে ফাউন্ডেশন বনাম লায়লাপুর এফসি।