লক্ষীপুর আঞ্চলিক নদওয়ার ছবাহি মক্তবের ফাইনাল পরীক্ষা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : রবিবার উত্তর পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির কর্তৃক পরিচালিত ছবাহি মক্তবের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।এদিন গোটা উত্তরপূর্ব ভারতের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জিলার বিভিন্ন আঞ্চলিক সহ পাথারকান্দির অন্তগর্ত লক্ষীপুর আঞ্চলিকেও রবিবার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় মক্তবের ফাইন্যাল পরীক্ষা।

এদিন সকাল ৯ টায় নদওয়ার পতাকা উত্তোলনের মধ্যে পরীক্ষার শুরু করা হয়। পরীক্ষা কেন্দ্রে আঞ্চলিকের মোট ১৯ টি মক্তবের শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। জেলা কর্তৃক নিয়োগ দেওয়া পরিদর্শক (এক্সটার্নাল) আব্দুল হাসিব। মোট সাত জন পরীক্ষক হিসেবে কেন্দ্রে উপস্থিত ছিলেন যথাক্রমে মওলানা শরিফ উদ্দিন, মওলানা আব্দুল জলিল, মওলানা আব্দুল কাদির, হাফিজ মকবুল আলম, মওলানা আব্দুর রাজ্জাক, মওলানা আকবর হোসেন, মওলানা বাহারুল ইসলাম।এতে পরিচালনায় পরীক্ষা সহযোগিতা করেন। হাফিজ হেলাল আহমেদ, মওলানা রিয়াজ উদ্দিন, হাফিজ আসকর হোসেন, মওলানা সামস উদ্দিন, মওলানা আব্দুল্লাহ জামিলুর রহমান প্রমুখ।

তাছাড়া আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার কর্মকর্তাগণ সহ প্রত্যেকটি মক্তবের মুয়াল্লিম এবং এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এরপর পরীক্ষার শেষে উপস্থিত বিশিষ্টজনেরা সভায় মূল্যবান বক্তব্য রাখেন। সর্বশেষে মোনাজাতের মাধ্যমে পরীক্ষার সমাপ্তি হয়।

Author

Spread the News