গাঁজা সহ এক পাচারকারীকে আটক লক্ষীপুর পুলিশের

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : গাঁজা সহ এক পাচারকারীকে আটক করল লক্ষীপুর পুলিশ। ধৃত ব্যক্তির নাম নেকবর হোসেন লস্কর। তার বাড়ি জিরিঘাটে। জানা যায় সোমবার জিরিঘাট থেকে লক্ষীপুর অভিমুখে আসা এএস ১১ ডি সি ৫১৪৮ নম্বরের একটি আটো আসার সময় মারকুলিনে ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর অটো আটক করে পুলিশ।

পুলিশ অটোতে তল্লাশি চালিয় তিনটি প্যাকেটে ভর্তি ৩০  কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে পাচারকারীকে গ্রেফতার করে লক্ষীপুর থানায় নিয়ে আসে পুলিশ।  গাঁজার বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

গাঁজা সহ এক পাচারকারীকে আটক লক্ষীপুর পুলিশের
গাঁজা সহ এক পাচারকারীকে আটক লক্ষীপুর পুলিশের

Author

Spread the News