ভাষা গৌরব সপ্তাহ উপলক্ষে বক্তৃতানুষ্ঠান রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : ভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয় রাধামাধব কলেজে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বক্তৃতানুষ্ঠানে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট মডেল কলেজ বড়খলা’র বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড° মৌসোনা নাথ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ডঃ মৌসোনা নাথ ‘আধুনিক যুগে ধ্রুপদী ভাষার প্রাসঙ্গিকতা ও বাংলা’ শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে ধ্রুপদী ভাষা ও বাংলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগরের বাংলা ভাষার বিস্তৃতি আজ বিশ্বজুড়ে। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় বাংলা ভাষার গৌরব বৃদ্ধি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে বাংলা ভাষা চর্চা ও গবেষণায় সরকারের তরফে হয়তো অনেক পরিকল্পনা বা উদ্যোগ নেওয়া হবে। তবে এই বিশ্বায়নের যুগে বহু ভাষা সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন গবেষণা সূত্রে জানা যায় যে, বিশ্বে বারো দিনের মাথায় একটি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভারতেও এরকম অনেক ভাষা রয়েছে। সেই সমস্ত ভাষার প্রতিও গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন বলে তিনি মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাধামাধব কলেজের আই কিউ এ সি-র কোঅর্ডিনেটর ড° অরুণাভ ভট্টাচার্য। তিনি বলেন, রাশিয়া, ফ্রান্সের মতো উন্নত দেশে মাতৃভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন বাংলা ভাষা আজ সারা বিশ্বে সমাদৃত। এনিয়ে আমাদের গর্ব করা উচিৎ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড° দেবাশীষ রায় বলেন, সারা আসামের সাথে রাধামাধব কলেজেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ভাষা গৌরব সপ্তাহ পালিত হচ্ছে। কলেজের এন এস এস ইউনিটের নেতৃত্বে ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা, প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। এই উদযাপন অনুষ্ঠান চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড ° সূর্যসেন দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান ড° মণিকুমার সিংহ, একই বিভাগের সহকারি অধ্যাপক ড° এম সানি সিং, বাংলা বিভাগের অংশকালীন অধ্যাপক ড° সুমিতা বোস ও দেবমিতা রায়চৌধুরী সহ আরো অনেকে।