ওয়াজিদের জোড়া গোলে মাতৃভূমি-র কোয়ার্টারে এআর ভাগা
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : এবার সপ্তম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো এআর ভাগা দল। সোমবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ এসপিএম আর্জানপুর দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে এআর ভাগা দল ।
এদিন খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় এ.আর ভাগা । খেলার ৬ ও ২১ মিনিটে এ.আর ভাগা দলের হয়ে গোল করেন জিতু এবং ওয়াজিদ। অপরদিকে এসপিএম আর্জানপুর করে একটি গোল। খেলার ১৬ মিনিটে আর্জানপুর দলের খেলোয়াড় রনা নিজের দলের হয়ে একমাত্র গোল করেন।
প্রথমার্ধে এগিয়ে থাকা এআর ভাগা দল দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি গোল করে । খেলার ৪৩ মিনিটে এআর ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ নিজের দ্বিতীয় তথা দলের হয়ে তৃতীয় গোল করেন। এই জয়ের সুবাদে মাতৃভূমি কাপের অন্তিম আটে পৌঁছে যায় এ.আর ভাগা দল।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন এআর ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ব্রিগেডিয়ার কৃষ্ণেন্দু দাস। মঙ্গলবার দ্বিতীয় রাউণ্ডের অন্তিম খেলায় নাজিয়া এন্টারপ্রাইজ ও এমএমআরএস দল মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।