পাথারকান্দিতে কমলাক্ষের কুশপুতুল দাহ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : পাথারকান্দিতে গদ্দার আখ্যায়িত করে কমলাক্ষের কুশপুতুল দাহ করল ক্ষুব্ধ কংগ্রেসিরা। পাশাপশি বিধায়ক পদত্যাগ করে ফের জিতে দেখানোর চ্যালেঞ্জ পাথারকান্দি কংগ্রেসের। মঙ্গলবার সন্ধ্যায় পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে উত্তর করিমগঞ্জের টানা তিনবারের কংগ্রেস বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ কুশপুতুল দাহ করেন ক্ষুব্ধ কংগ্রেসিরা। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বধীন বিজেপি সরকারের কাজ কর্মকে সমর্থন কারায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বইছে কংগ্রেসে।আর এরিই আচ পড়লো পাথারকান্দিতে মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকার সময় পাথারকান্দি থানা রোডে কংগ্রেস দলের নেতা কর্মীরা জড়ো হয়ে গদ্দার’ আখ্যা দিয়ে ‘কমলাক্ষ মুর্দাবাদ’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। পরে তারা এনিয়ে কথা বলতে গিয়ে কমলাক্ষকে কংগ্রেসের সদস্যপদ সহ বিধায়ক পদ থেকে পদত্যাগ করে ফের উপনির্বাচনে প্রতিদ্বন্বিতা করার জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

পাথারকান্দিতে কমলাক্ষের কুশপুতুল দাহ

তারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, গদ্দার এই কমলাক্ষ গত লোকসভা নির্বাচনে ও বিজেপির হয়ে কাজ করে দলকে ডুবিয়েছেন বলে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুলুত জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে উপস্থিত ছিলেন পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মকর্তারা কুষ পুতুল দাহ করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন সাহস থাকলে কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়ে পুনারায় উত্তর করিমগঞ্জ আসনে থেকে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়ে দেখাতে চ্যালেঞ্জ জানান। লোয়াইরপোয়া ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু বলেন কংগ্রেস দল একটি মহা সাগর আর এই মহা সাগর থেকে যদি কেউ লুটা দিয়ে জল বের করে তা হলে মহা সাগরের কোনো ক্ষতি হবে না। তাই কমলাক্ষের মত এক জন বিধায়ক দল ছেড়ে বিজেপিতে গেলে কংগ্রেস কোনো ক্ষতি হবে না। এছাড়াও তিনি এও বলেন বর্তমনা রাজ্য সরকার কংগ্রেসের সদস্য দের নিয়ে চলছে।

পাথারকান্দিতে কমলাক্ষের কুশপুতুল দাহ

প্রতিবাদি কার্যক্রমে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া ব্লকের কংগ্রেস সভাপতি পরশুরাম কানু পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি রফিক উদ্দিন জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক যদুবেন্দু সিনহা, পাথারকান্দি যুব কংগ্রেস সভাপতি মিনাজ উদ্দিন, কাবাড়িবন্দ মণ্ডল কংগ্রেস সভাপতি জুবাই আহমেদ মহিলা কংগ্রেস নেত্রী ঊষা সিনহা, আছিমগঞ্জ মণ্ডল কংগ্রেস সভাপতি জিয়া উদ্দিন, জহির আহেদ, নাসির উদ্দিন, দীনেশ রবিদাস, চন্দন গোয়ালা, রামসিং রবিদাস প্রমুখ।

Author

Spread the News