নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির খেতাব জয় জেকে টায়ার্স এর

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলে নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির খেতাব বগলদাবা করল জেকে টায়ার্স, বাগপুর। তারা টাইব্রেকারে হারায় রাজগোবিন্দপুর এফসিকে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত ড্র থেকে যায়। ৫-৬ গোলে ফুটবল অ্যাকাডেমির ইজার উদ্দিন লস্কর মেমোরিয়াল চ্যাম্পিয়ান ট্রফি নিজের দখলে নিয়ে যায় বাগপুর। রবিবার সোনাবাড়িঘাট ফেরির সংলগ্ন বাগপুর মাঠে ফইনাল খেলার শুরুতে রাজগোবিন্দপুর আক্রমণত্মক খেললেও দ্বিতীয়ার্ধ্বে গা ঝাড়া দিয়ে উঠে জেকে টায়ার। গোল করতে দুই দলের খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠেন। আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠে। দ্বিতীয়ার্ধ্বে জেকে টায়ারের খোলোয়াড়রা একের পর এক পোস্ট লক্ষ্য করে বল ছুঁড়তে শুরু করেন। তবে বিপক্ষের জাল কাঁপাতে ব্যর্থ হন। খেলায় নয় বার শট নেয় জেকে টায়ার আর রাজগোবিন্দপুর নেয় চার। কেউই তার ফায়দা নিতে পারেনি।

নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির খেতাব জয় জেকে টায়ার্স এর
খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হচ্ছেন অতিথিরা।

জেকে কর্ণার শট পায় পাঁচটি, রাজগোবিন্দপুর নেয় নয়টি। খেলায় ফাউল করে জেকে টায়ার চারটি বিপক্ষ দল করে আটটি। রাজগোবিন্দপুর অফসাইট করে দুইটি জেকে করেছে ছয়টি। হ্যান্ডবল দু’টি দলের হয়েছে দু’টি। রাজগোবিন্দপুর কিপার সেভ করেছেন নয়টি বল, বিপক্ষের কিপার পাঁচটি। খেলার দ্বিতীয়ার্ধ্বে ফারমেনন্সে এগিয়ে ছিল জেকে টায়ার। হাড্ডাহাড্ডি লড়ইয়ে খেলা টাইব্রেকারে পৌঁছালে সাডেনডেথ গোলে জয়ী হয় জেকে টায়ার। টাইব্রেকারে জেকে টায়ার একটি বল নেটের বাইরে পাঠিয়েছে। রাজগোবিন্দপুর দু’টি বলে মধ্যে একটি সেভ করেন কিপার আরেকটি বাইরে চলে যায়।

নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির খেতাব জয় জেকে টায়ার্স এর
প্রদান অতিথি রসরাজ দাসকে বরণ করার মূহুর্ত।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন কাছাড় ডিআরডিএ এর প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর রসরাজ দাস। সম্মানিত অতিথি রূপে ছিলেন নিয়াইরগ্রাম-বাগপুর জিপি সভানেত্রী রুস্তানা বেগম লস্কর, সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর, এপি সদস্য সুজাউল ইসলাম লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা। অতিথিরা চ্যাম্পিয়ন দল জেকে টায়ার অধিনায়কের হাতে ইজার উদ্দিন লস্কর মেমোরিয়াল ট্রফি ও নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স দল রাজগোবিন্দপুরের দলের হাতে ময়ূর উদ্দিন বড়ভূইয়া মেমোরিয়াল রানাস আপ ট্রফি ও নগদ চল্লিশ হাজার টাকা তুলে দেন।

নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির খেতাব জয় জেকে টায়ার্স এর
রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে।

এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পান জেকে টায়ারের গোল কিপার সুশান্ত। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের বিপুল। বেস্ট গোলকিপার পুরস্কার পান রাজগোবিন্দপুরের সেবুল। পুরস্কার বিতরণের আগে অতিথিরা বক্তব্য রাখেন। এ দিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টচার্য, সালেআক্রাম চৌধুরী, টিটু লস্কর, রাগিনী সিং। ফাইনাল খেলা মাঠে উপভোগ করেন প্রায় ১২ হাজার দর্শক। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমির সভাপতি মাহমুদ হোসেন লস্কর (মাখন)।

Author

Spread the News