দ্রুতগামী ট্রাভেলারের ধাক্কায় অকালে মৃত্যু মেধাবী ছাত্রীর, আহত বাবা

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাল এক মেধাবী ছাত্রী। একটি দ্রুতগামী ট্রাভেলারের ধাক্কায় অকালে মৃত্যু ঘটল মুর্শিদা ফেরদৌস নামে মেধাবী ছাত্রীর। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে নগাঁও শহরে।

জানা যায়, সকালে স্কুটির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে মুর্শিদা তার বাবার সঙ্গে নগাঁও শহরের কাছে বেবেজিয়ায় গণপতি হিরো স্কুটির ডিলারের কাছে যান। সকালে বাবা হিবজুর রহমানকে নিয়ে আনন্দে ঘর থেকেবের হলে মুর্শিদা আর বাড়ি ফিরতে পারেননি।

বেবেজিয়ায় গণপতি হিরোর সামনে একটি দ্রুতগামী ট্রাভেলার তাদের ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদা ও তার বাবাকে নগাঁওয়ের ভোগেশ্বরী ফুকনানি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় মুর্শিদার।

একজন দক্ষ চিকিৎসক হওয়ার আশায় নগাঁওয়ের একটি প্রাইভেট কোচিং সেন্টারে পড়াশোনা করছিলেন মুর্শিদা। তার বাবা হিবজুর রহমান একজন অবসরপ্রাপ্ত সিআরপিএফ অফিসার। হিবজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক এবং তাকে নগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুর্শিদার মৃত্যুতে জুড়িয়ার চামধারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মুর্শিদা উচ্চ মাধ্যমিক শিক্ষায় বিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে পাস করার জন্য বাণীকান্ত কাকতি পুরস্কার পেয়ে ছিলেন।

Author

Spread the News