১৮ ডিসেম্বর : কিছুদিন আগেই ঢাকায় কর্তব্যরত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এবার বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে তলব করা হল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।একটি সংবাদসংস্থা সূত্রে খবর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তৃতার পরিপ্রেক্ষিতেই এই তলব করা হয়েছে। পাশাপাশি ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
ভারত সরকার বুধবার দুপুর ২টো থেকে ভিসাকেন্দ্রটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভ্যাক)-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও ওই বিবৃতিতে কতদিন এই ভিসাকেন্দ্র বন্ধ রাখা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে, যারা ভিসার জন্য আবেদন করেছিলেন এবং বুধবারের স্লট বুক করেছিলেন তাঁদের জন্য নতুন করে তারিখ এবং সময় নির্ধারণ করা হবে।
হাসনাত আবদুল্লা তাঁর বক্তব্যে ‘সেভেন সিস্টার্স’কে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন। তাছাড়া তিনি একথাও বলেন যে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ। এরপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত সরকার। সেই পরিপ্রক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে রিয়াজকে তলব করা হয়েছে।


