অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ত্রিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : ককবরক ভাষার উত্তরপত্র রোমান হরফে লেখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করল ত্রিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। সোমবার সকাল থেকে অবরোধ শুরু করেন ফেডারেশনের কর্মকর্তারা। বিভিন্ন সড়কে গাছে টুকরো দিয়ে অবরোধ করে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত বিধানসভা অধিবেশনের থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ককবরক ভাষার উত্তরপত্র রোমান হরফে লেখার দাবি নিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন আওয়াজ তুলে আসছে।

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ত্রিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের

বহুবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দরজায় কড়া নেড়ে দাবি জানিয়েছে রোমান হরফে লেখার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু পর্ষদ তাদের পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে। ছবি ডিডি ত্রিপুরা সৌজন্যে।

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ ত্রিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের

Author

Spread the News