শিলচরে তৃতীয়া থেকেই পুজো, শঙ্কর দিঘি পারের মণ্ডপ উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : তৃতীয়া থেকে শুরু শিলচরে পুজো। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর বিলপার শঙ্কর দিঘি পার ‘আপনজন দুর্গা পূজা কমিটি’র মণ্ডপ উদ্বোধন করে ও দুর্গা প্রতিমার পূজার্চনা শুরু হল। উদ্বোধন করেন ভারত সেবা আশ্রমের গুণসিন্ধু মহারাজ সহ বিশিষ্টজনেরা। পূজা মণ্ডপটি উদ্বোধন করে গুণসিন্ধু মহারাজ দুর্গা মায়ের আরতি করার পর গঙ্গা মায়ের আরতি করেন।

এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেল নবেন্দু পাল, রঞ্জন রায়, শঙ্কর শীল, উপদেষ্টা জহর পাল, উদয় পাল, প্রভাত সূত্রধর, চন্দন রায়, টুলটুল রায়, দীপক, টুকন দেব, কার্তিক পাল, যুগ্ম সম্পাদক দীপক দাস, সুমিত পাল প্রমুখ।

শিলচরে তৃতীয়া থেকেই পুজো, শঙ্কর দিঘি পারের মণ্ডপ উদ্বোধন

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবছর আনন্দের সঙ্গে দুর্গাপূজা পালন করতে যাচ্ছেন। এবছর পূজা মণ্ডপটি লন্ডন ব্রিজ আদলে তৈরি করা হয়েছে।

শিলচরে তৃতীয়া থেকেই পুজো, শঙ্কর দিঘি পারের মণ্ডপ উদ্বোধন

আলোকসজ্জা দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা ব্যক্ত করেন। আপনজন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে শারদীয় দুর্গোৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর

Author

Spread the News