সামসুর রহমানের “কার স্বার্থে এনআরসি” গ্রন্থ উন্মোচিত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : কার স্বার্থে এনআরসি শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হল রবিবার। বাঁশকান্দিস্থিত এফআর ডিগ্রি কলেজে এলাকার বৌদ্ধিক সংগঠন প্রগতিশীল নাগরিক মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন এলাকার বিশিষ্টজন। তরুণ সাংবাদিক ও সমাজকর্মী সামসুর রহমান লস্করের লিখিত এই বইয়ে অসমের নাগরিকত্ব সম্পর্কিত এনআরসি তৈরিতে সমাজের বিভিন্ন শ্রেণির অতি সাধারণ মানুষের যন্ত্রণার কথা লিপিবদ্ধ রয়েছে।

এদিনের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল শুক্কুর বড়ভূইয়া, এফএ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্কর, বিশিষ্ট সমাজকর্মী বাহারুল ইসলাম বড়ভুইয়া, সামসুর রহমান (জন) চৌধুরী, কাছাড় ক্যান্সার হাসপাতালের কল্যাণ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক, কুতুব উদ্দিন, সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, প্রকাশক মিতা দাস পুরকায়স্থ, মিস বরাক পায়েল দাসগুপ্ত, লেখক সামসুর রহমান লস্কর প্রমুখ।

সামসুর রহমানের "কার স্বার্থে এনআরসি" গ্রন্থ উন্মোচিত

অনুষ্ঠানে লেখকের কাছ থেকে আরও বই প্রকাশনার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে জিরিবাম এলাকার কবি জয়নুল হক বড়ভূইয়ার কবিতার বই উন্মোচিত হয়।

Author

Spread the News