২১শের চেতনায় তিনদিন ব্যাপী নানা কার্যসূচি বরাকের আওয়াজের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : মাতৃভাষা শহিদ দিবস উপলক্ষে “২১শের পথ চলার” তিনদিনব্যাপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে ৮৬ সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়।
নির্মাল্য দাসের পৌরহিত্যে সভায় ২১ জুলাই মাতৃভাষা শহিদ দিবসে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আহবায়ক অরূপ রায়। এরপর সভায় উপস্থিত বিভিন্ন বক্তা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতি ক্রমে সিন্ধান্ত হয় যেহেতু বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় তাই সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ছোট পরিসরে নানা কার্যসুচিতে সম্পূর্ন করা।

তিনদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা। কার্যসূচির মাধ্যমে ১৯ জুলাই শুক্রবার, সকাল ৭ টা থেকে করিমগঞ্জ শহরের প্রতিটি শহিদবেদী পরিষ্কার পরিচ্ছন্ন ও শ্রদ্ধাঞ্জলী। ২০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় (৬-৩০ মিনিটে) জেলাশাসকের বাংলোর সামনের শহিদ জগন্ময় ও দিব্যেন্দু’র শহিদবেদী থেকে “প্রদীপ পদযাত্রা”র সূচনা।
শহিদ সরণী (পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙ্গানো ভূমিতে জগণ যীশু শহিদ হয়েছিল সেই ভূমিতে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, চন্তর বাজার সামনে হয়ে শহিদ ক্ষুদিরাম সরণী হয়ে শম্ভু সাগর উদ্যানের জাতীয় শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত হবে।

২১ জুলাই সকাল আটটায় একযোগে শহরের প্রতিটি শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী ও সন্ধায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে দু’টি করে প্রদীপ প্রজ্জ্বলন করা। ১৯শে চেতনার মত ২১শের চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানান।বরাকের আওয়াজের পক্ষ থেকে এদিন করিমগঞ্জ শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী পিকলু দাস, নেপাল কৃষ্ণ ধর, তপোময় ভট্টাচার্য, অপরাজিতা দত্ত, কৃষ্ণা মেমন দে, শুভ্রপ্রকাশ দেব, অনিন্দিতা নাগ, কাকলী ভট্টাচার্য দে, মঞ্জুরী চৌধুরী, মৌসমী দাস বণিক, প্রীতম ভাট্টাচার্জ, পঞ্চতপা শর্মা লস্কর প্রমুখ।

Author

Spread the News