করিমগঞ্জে সাতসকালে হত্যাকাণ্ড, স্বামীর হাতে খুন স্ত্রী, গ্রেফতার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ মে : সাতসকালে করিমগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড ঘটল। দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি
করিমগঞ্জ শহর লাগোয়া বাখরশাল জবাইনপুর এলাকায় রবিবার সকালে ঘটেছে।
জানা যায়, সকাল আনুমানিক পাঁচটা নাগাদ বাখরশাল নাইরগ্ৰাম জিপির জবাইনপুর গ্রামের আব্দুল শহিদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূ জবা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, চিৎকার শোনে ঘটনাস্থলে প্রতিবেশীরা উপস্থিত হয়ে আব্দুল শহিদের হাত থেকে দা কেড়ে নেন। এবং তাকে আটকে রাখেন। পুলিশে খবর দিলে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গীয়া দলবল নিয়ে পৌঁছেন। খুনি স্বামী আব্দুল শহিদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা এও জানান তাদের দু’টি মেয়ে ও একটি ছেলে রয়েছে।