বাল্যকালে প্রেম, বিয়ে হয়নি, প্রেমিক সহ বাবাকে জেল হাজতে, তীব্র ক্ষোভ

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : বাল্যকালে প্রেম, হয়নি বিয়ে তবুও প্রেমিক ও তার বাবাকে কাটতে হচ্ছে হাজতবাস। অবাঞ্ছিত ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ির অধীন মনিয়ারখাল চা-বাগানে। সম্প্রতি বাল্য বিবাহ নিয়ে সারা রাজ্যে যখন ব্যাপক ধরপাকড় চলছিল পুলিশ, তখনই এই ঘটনাটি ঘটে। পালংঘাট ফাঁড়ি পুলিশ গত ৩ ফেব্রুয়ারি মনিয়ারখাল চা বাগানের কুটি দাস ও তার ছেলে সৌরভ দাসকে বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। আর এতে পুলিশের ভুমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রেমিক ও প্রেমিকার পরিবার। সোমবার সাংবাদিক ডেকে বিবরণ তুলে ধরে মনিয়ারখাল চা বাগানের বাসিন্দা কুটু বাগতি বলেন, তার মেয়ের সঙ্গে প্রতিবেশী কুটি দাসের ছেলে সৌরভ দাসের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে ২ ফেব্রুয়ারি উভয় সমাজের মাতব্বদের নিয়ে আলোচনায় বসেন ও বিয়ের বয়স হলে তাদের বিয়ে দেওয়া হবে বলে সম্মত হন।

এদিকে আবার প্রতিবেশী হিসেবে তাদের দুই পরিবারের যাওয়া আসা রয়েছে। আর এ অবস্থায় ৩ ফেব্রুয়ারি মা ও মেয়ে তাদের বাড়িতে গেলে সেখান থেকে পুলিশ ছেলে, ছেলের বাবা ও মেয়েকে ধরে নিয়ে যায়। পরে মেয়েকে ছেড়ে দিলেও ছেলে ও ছেলের বাবাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় ধৃত কুটি দাসের পত্নী ময়না দাস বলেন, তার ছেলের সঙ্গে কুটু বাগতির মেয়ের বিয়ে হয়নি। তাদের বিরুদ্ধে কোন মামলাও নেই। কিন্তু কি কারণে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেছে তিনি বুঝে উঠতে পারছেন না। 
এদিকে অবশ্য এ বিষয় নিয়ে পালংঘাট ফাঁড়ি পুলিশের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News