আলগাপুরে বিদ্যুৎস্পৃষ্টে নয়টি গবাদি পশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক

আলগাপুরে বিদ্যুৎস্পৃষ্টে নয়টি গবাদি পশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের‌ সংস্পর্শে এসে এক গৃহস্থের ৯ টি গৃহপালিত পশুর প্রাণহানি‌ ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাতসকালে আলগাপুর‌ থানা অধীন ভাটিসাংজুরাই গ্রামে। পাঁচগ্রাম-হাইলাকান্দি জাতীয় সড়কের পাশ দিয়ে অতিবাহিত বিদ্যুৎতের হাই ভল্টিজ (১১ হাজার কেভি‌) লাইন ছিঁড়ে পড়ায় ভাটিসাংজুরাই গ্রামের হেলিম উদ্দিন লস্করের বাড়ির গবাদিপশু গুলো তারের‌ সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।‌

এগুলোর মধ্যে একটি গাভী, একটি  বলদ, তিনটি ছাগল, হাঁস‌‌-২টি ও‌ মুরগি ২টি  মারা যায়। ঘটনার পর বিদ্যু বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি । এর আগেই এক এক করে ৯টি পশু মারা যায়। সব মিলিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষক হেলিম উদ্দিন লস্করের। এ মর্মে আলগাপুর থানায় এজাহার দাখিল করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও‌ ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন।

Author

Spread the News